
যশোর অফিস
যশোরে আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ (৬০) ও যুবলীগ নেতা সাকিব আহমেদকে (৩৮)আটক করেছে পুলিশ। আটক দুজন সম্পর্কে পিতা-পুত্র।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে যশোর শহরের কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদের আটক করে।
কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার মন্ডল জানান,গত ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি চলাকালীন ভোরবেলায় যশোরের উপশহর পার্ক রোডে পার্কিং করা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় নাশকতার অভিযোগে কোতোয়ালি থানায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সেলিম আহমেদ ও সাকিব আহমেদকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আটক সেলিম আহমেদ যশোর শহর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। অপরদিকে সাকিব আহমেদ যুবলীগের পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়ক।
তারা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মঙ্গলবার বিকেলে আটক দুজনকে আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho