ইমা এলিস, নিউ ইয়র্ক:
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পিসকাটাওয়ে শহরের একটি বাড়িতে একই পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৫ ডিসেম্বর) বিকেল প্রায় সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ছুরি হাতে থাকা এক ব্যক্তিকে পুলিশ গুলি করে হত্যা করেছে। পরে বাড়ির ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় বলে তদন্তকারীরা জানিয়েছেন। সোমবার রাত পর্যন্ত নিহত কারও পরিচয় প্রকাশ করা হয়নি।
নিউ জার্সি অ্যাটর্নি জেনারেলের দপ্তরের বিবৃতিতে বলা হয়, বিকেল প্রায় ৫টা ৩০ মিনিটে পিসকাটাওয়ে পুলিশ বিভাগের সদস্যরা রিভার রোডের ওই বাড়িতে যান। ৯১১ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, বাড়ির ভেতরে একজন ছুরি হাতে রয়েছে।
পুলিশ জানায়, বাড়িতে প্রবেশের পর কর্মকর্তারা ছুরি হাতে থাকা এক ব্যক্তির মুখোমুখি হন এবং পরিস্থিতি মোকাবিলায় গুলি চালান। ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন।
গুলির ঘটনার পর বাড়ির ভেতর তল্লাশি চালিয়ে পুলিশ আরও তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। তাঁদের মৃত্যুর কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছে মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটরের দপ্তর।
পিসকাটাওয়ে টাউনশিপ পুলিশ বিভাগ প্রাথমিকভাবে ঘটনাটিকে একটি হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে, এটি বিচ্ছিন্ন একটি ঘটনা বলেই মনে হচ্ছে।
পুলিশ আরও জানায়, সম্প্রদায়ের জন্য কোনো চলমান হুমকির ইঙ্গিত নেই। এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য কোনো ঝুঁকি নেই। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী তথ্য জানানো হবে। সহযোগিতার জন্য আমরা কমিউনিটিকে ধন্যবাদ জানাই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিউ জার্সি স্টেট পিবিএ প্রেসিডেন্ট পিটার আন্দ্রেয়েভ ঘটনাটিকে “ভয়াবহ অপরাধ” বলে উল্লেখ করেন এবং জানান, এতে জড়িত সব পুলিশ সদস্যের শারীরিক ও মানসিক মূল্যায়ন করা হচ্ছে।
সোমবার রাত ৯টা নাগাদ রিভার রোডের ৮০০ ব্লকের ওই বাড়ির সামনে একাধিক টাউনশিপ পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা যান ও একটি অ্যাম্বুলেন্স দেখা যায়। এলাকাটি সতর্কতামূলক টেপ দিয়ে ঘিরে রাখা হয়।
রাটগার্স বিশ্ববিদ্যালয়ের লিভিংস্টন ক্যাম্পাসের কাছে অবস্থিত রিভার রোডটি মিচেল অ্যাভিনিউ থেকে হ্যানসন অ্যাভিনিউ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় এবং যান চলাচল অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়।
নিউজ ১২ নিউ জার্সির খবরে বলা হয়েছে, পুলিশ আসার পর সোমবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে এক প্রতিবেশী কয়েকটি গুলির শব্দ শুনেছেন।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাঁদের সবাই সুস্থ থাকার কথা জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho