প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ৪:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৬, ৪:৩৬ পি.এম
হাতীবান্ধা সীমান্তে বিএসএফ গুলিতে যুবক আহত

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর আওতাধীন দৈখাওয়া বিওপির একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে সীমান্ত পিলার ৯০২ সংলগ্ন এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায়।
পরে সেখানে গিয়ে কিছু লোককে দৌড়ে পালাতে দেখা যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়।
আহত যুবক মো. রনি (২২)। তিনি হাতীবান্ধা উপজেলার গোতামারী গ্রামের বাসিন্দা। উদ্ধার করার পর বিজিবির তত্ত্বাবধানে তাকে অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মো. রনি সীমান্ত এলাকায় মাদক বহনের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত। গত বছরের ২২ ডিসেম্বরেও তিনি বিএসএফের ছররা গুলিতে আহত হয়েছিলেন। সেই ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে দাবি করা হয়েছে।
বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং শঙ্কামুক্ত বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং পাসপোর্ট আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত এলাকায় বারবার সতর্কতার পরও অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক তৎপরতা থামছে না। এসব কর্মকাণ্ড রোধে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের সহযোগিতা জরুরি বলে তিনি মন্তব্য---
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho