
যশোর অফিস
দিনব্যাপী নানা আয়োজনে জাগরণী চক্র ফাউন্ডেশন তাদের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। বুধবার (৭ জানুয়ারি) যশোর শহরের মুজিব সড়কে সংস্থার প্রধান কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
উদযাপনের অংশ হিসেবে সকালে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের উদ্বোধনে জাগরণ শোভাযাত্রা বের করা হয়। সংস্থার সভাপতি অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু। পরে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আর্টক্যাম্প, শিশুদের গল্প শোনা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সুবিধাভোগীদের জীবনকথা উপস্থাপন এবং গুণীজন ও দীর্ঘদিনের কর্মীদের সম্মাননা প্রদান। বিকেলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho