প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ৭:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৬, ৯:২৮ পি.এম
কুবিতে ময়মনসিংহ বিভাগীয় স্টুডেন্টস অ্যালায়েন্সের নবীন বরণ ও প্রবীণ বিদায়

কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ময়মনসিংহ বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ বিভাগীয় স্টুডেন্টস অ্যালায়েন্সের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪ টায় সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন, অর্থনীতি বিভাগের অধ্যাপক এম. আমিনুল ইসলাম আকন্দ, বিসিক শিল্প নগরী কুমিল্লার পরিচালক জাকির হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি রিসার্চ ডিভিশন ও রোরাল ডেভলপমেন্ট এন্ড কো-অপারেটিভ ডিভিশনের পরিচালক সালাউদ্দিন ইবনে সায়েদ, এডভোকেট মাহমুদা খানম (শিল্পী), আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক আলিমুল রাজী, বার্ড এর রিসার্চ ডিভিশনের সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলামসহ ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীরা।
অর্থনীতি বিভাগের অধ্যাপক এম. আমিনুল ইসলাম আকন্দ বলেন, 'এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের নিজেদেরকে বিশ্বমঞ্চে যোগ্য করে গড়ে তুলতে হবে। ময়মনসিংহ বিভাগে যোগ্য লোকের অভাব আপনাদের পূরণ করতে হবে৷ বাংলাদেশ এবং বিশ্বমঞ্চে ময়মনসিংহের হয়ে নিজেদের ভাবমূর্তি স্থাপন করতে হবে।'
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির রিসার্চ ডিভিশনের পরিচালক সালাউদ্দিন ইবনে সায়েদ বলেন, 'আপনাদের নিজ বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের সাথে ইন্টারেকশন বাড়াতে হবে। বিভিন্ন নন-পলিটিকাল সংগঠনের সাথে জড়িত হয়ে নিজেকে শানিত করতে হবে, এডিকশন থেকে দূরে থাকতে হবে এবং পজিটিভ থিংকিং থাকতে হবে।'
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, 'দুইটি বিষয় আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, যেটা পছন্দ করেন সেটা করবেন আর যেটা পছন্দ করেন না সেটা ত্যাগ করবেন। সিদ্ধান্ত কখনো সঠিক হয় না সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে হয়।'
সংগঠনের সভাপতি এস এম মাহবুব বলেন, 'আমাদের আজকের অনুষ্ঠানের সকল সম্মানিত অতিথিদের আমি ধন্যবাদ জানাই। এই নবীন বরণ অনুষ্ঠানের কারণে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার মানুষ এক হতে পেরেছে, নতুনদের সাথে পরিচিত হতে পেরেছি এজন্য অনেক ভালো লাগছে।'
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho