প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১০:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৪:৫৮ পি.এম
পাংশায় সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ১১ হাজার টাকা জরিমানা

মেহেদী হাসান (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে ট্রাফিক আইন বাস্তবায়নে চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। এসময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাংশা উপজেলার সর্দার বাস স্ট্যান্ড এলাকায় এ যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্টে মোটরসাইকেল, প্রাইভেট কার ও বাসের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। পাশাপাশি ট্রাকের মালামাল ওভারলোড রয়েছে কি না তাও পরীক্ষা করা হয়।
এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুইটি মোটরসাইকেল এবং একটি প্রাইভেট কার চালকের বিরুদ্ধে মামলা করা হয়। দুই মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং ট্রাফিক নিয়ম ভঙ্গের দায়ে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এক প্রাইভেট কার চালকের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকাসহ ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চেকপোস্ট পরিচালনা শেষে মোট ৩টি মামলায় সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho