প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৯:২৬ পি.এম
খুলনা বিভাগীয় কমিটির সদস্য সচিব ইমরান হাসান টুটুল ঢাকায় কারাতে প্রশিক্ষণ সেমিনারে

যশোর অফিস
বাংলাদেশ সোতোকান কারাতে দো কিউকাইয়ের আয়োজনে ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় বৃহস্পতিবার ঢাকার পল্লবী ডি বক্স ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে একদিনব্যাপী কারাতে প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোতোকান কারাতে দো কিউকাইয়ের সভাপতি শমসের আলম ভূঁইয়া। প্রশিক্ষণ প্রদান করেন আমেরিকান কারাতে প্রশিক্ষক সিহান আবু সুফিয়ান হায়দার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ বি রনি এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোতোকান কারাতে দো কিউকাইয়ের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মইনুল হোসেন, সদস্য রুপু আহমেদ, খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী এবং সদস্য সচিব ইমরান হাসান টুটুল।
কারাতে প্রশিক্ষণ সেমিনারে দেশের বিভিন্ন জেলা থেকে দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ সেমিনার কারাতে খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho