প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৭:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৯:৩২ পি.এম
দুর্নীতির মামলায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

যশোর অফিস
দুর্নীতির অভিযোগে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে যশোর কালেক্টরেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম একজন সৎ ও দক্ষ কর্মকর্তা। তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। যথাযথ তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা আশরাফুল আলমের নিঃশর্ত মুক্তি এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিষয়টির সুরাহা করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho