প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ১০:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৯:৪৫ পি.এম
একটি পক্ষ ইসলামের ভুল বার্তা সমাজে ছড়াবার চেষ্টা করছে: অমিত

যশোর অফিস
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, একটি পক্ষ ইসলামের ভুল বার্তা সমাজে ছড়াবার চেষ্টা করছে। যারা নবী রাসূলকে নিষ্পাপ মনে করেন না যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করেন না তারা আজকে ইসলামের ইজারা নেয়ার চেষ্টা করছেন, এটা রুখে দিতে হবে। আমাদের থেকে আপনারা আলমরা শতগুণ বেশি জানেন। তাই ইসলামের সঠিক বার্তাটি সমাজে পৌঁছে দিতে হবে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহেুর মাগফেরাত কামনায় ওলামায়ে মাশায়েখদের এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জমিয়াতুল মোদার্রেছীন যশোর সদর শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে যশোরের একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরো বলেন, কিছু লোক ইসলামের কথা বলে অনৈসলামিক কাজটা বেশি করছেন এবং তারা কম জানাশোনা, বিশেষ করে মা বোনদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এজন্য ইসলামের সঠিক বার্তাটি পৌঁছে দিতে হবে। এসময় তিনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় সভাপতি এম এম বাহা উদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবুসহ জমিয়াতুল মোদার্রেছীনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho