
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়েই চলেছে রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির এক মাস পেরিয়ে গেলেও প্রেক্ষাগৃহে ছবিটির জয়জয়কার! ইতোমধ্যে হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের তালিকায় নাম লিখিয়েছে এই সিনেমাটি। বক্স অফিস ট্র্যাকিং সাইট স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে ভালো ব্যবসা করছে ‘ধুরন্ধর’। ভারতের বাজারেই এখন পর্যন্ত অর্থাৎ ৩৬ দিনে ছবিটির নিট আয় দাঁড়িয়েছে ৭৯২ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা)। আর বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১২৫৯ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা)।
মুক্তির পর থেকেই ‘ধুরন্ধর’ সিনেমাটি নানা বিতর্কের জন্ম দিয়েছে। মূলত সিনেমার কিছু সংলাপে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং দেখানো হয়, পাকিস্তানের মদদে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ভারতে হামলা চালাচ্ছে। ফলে প্রতিবেশী দেশকে নেতিবাচকভাবে তুলে ধরার জন্য সমালোচকদের তীর ও চলেছে ‘ধুরন্ধর’ এর দিকে।
এ নিয়ে ভারতের কয়েকটি রাজ্যে সিনেমাটি প্রদর্শনী বন্ধের দাবিও উঠেছিল। তবে এই বিতর্ক সিনেমার ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলার বদলে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে, যা ছবিটিকে ব্লকবাস্টারের তকমা পেতে সাহায্য করেছে।
ইতোমধ্যেই যশরাজ ফিল্মস এই সিনেমাটিকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম মাইলফলক হিসেবে অভিহিত করেছে। প্রথম কিস্তির এই অভাবনীয় সাফল্যের পর দর্শকদের নজর এখন এর পরবর্তী সিক্যুয়েলের দিকে। নির্মাতা আদিত্য ধর জানিয়েছেন, ‘ধুরন্ধর পার্ট টু’ আসবে চলতি বছরেই।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho