প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৩:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৮:৩২ পি.এম
যশোরে পুলিশের বিশেষ চেকপোস্ট ও তল্লাশি অভিযান

যশোর প্রতিনিধি
আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ সদর দপ্তরের বিশেষ নির্দেশনায় যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে যশোর জেলা পুলিশ। শনিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একযোগে এ অভিযান পরিচালিত হয়।
দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে যশোর শহরের জজকোর্ট মোড়, দড়াটানা চৌরাস্তা, মণিহার চত্বর, চাঁচড়া চেকপোস্ট ও পালবাড়ি মোড়সহ কয়েকটি ব্যস্ত পয়েন্টে পুলিশের একাধিক টিম মোতায়েন করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও তল্লাশি কার্যক্রম চলে।
চেকপোস্টগুলোতে পুলিশ সদস্যরা যানবাহন থামিয়ে তল্লাশি চালান। এ সময় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী, প্রাইভেটকার ও মাইক্রোবাসের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি চালক ও আরোহীদের পরিচয় নিশ্চিত করা হয়। প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদও করা হয়। নানা অসংগতির কারণে বেশ কিছু যানবাহন জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অভিযান সম্পর্কে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশ এ কার্যক্রম পরিচালনা করছে। শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ এবং অপরাধীদের অবস্থান শনাক্ত করাই এ অভিযানের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন,জনস্বার্থে ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho