প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ৪:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৮:৫০ পি.এম
ধর্মীয় সংখ্যালঘু নয়, নিজেদের বাংলাদেশি ভাবার আহ্বান অমিতের

যশোর অফিস
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেছেন, নিজেদের ধর্মীয় সংখ্যালঘু হিসেবে না দেখে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে হবে। তিনি বলেন, দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই; পাহাড়ে বা সমতলে বসবাসকারীদের মধ্যেও কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশ নামক ভূখণ্ডে বসবাসকারী সবার একটাই পরিচয়—আমরা বাংলাদেশি।
শনিবার যশোরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সনাতন ধর্ম সমাজ যশোর সদর উপজেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ধর্ম বা রাজনৈতিক বিশ্বাস নয়—মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। দীর্ঘদিন ধরে সমাজে বিভেদের রেখা টানা হয়েছে, ফলে সম্মিলিতভাবে ভাবা ও কাজ করা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থান নতুন করে দেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। তাই সমাজ ও রাষ্ট্র গঠনে নতুনভাবে চিন্তা করতে হবে।’
তিনি জানান, বিএনপি মনে করে সমাজ ও রাষ্ট্র গঠনে সব শ্রেণি-পেশার মানুষের ভূমিকা রয়েছে। তাই দেশ গড়ার কাজে সবাইকে সক্রিয় হতে হবে। তিনি অভিযোগ করেন, বিগত দিনে মসজিদ, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন দলীয়করণের মধ্যে আবদ্ধ ছিল।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাবেক সভাপতি অসীম কুণ্ডু, কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক অলোক ঘোষ, সদস্য সচিব নির্মল কুমার বিট, বৈষম্যবিরোধী সনাতন সমাজ যশোর জেলা শাখার আহ্বায়ক মৃণাল কান্তি দে, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা পরিচালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি শ্যামল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho