
দৈনিক নতুন সকালের বার্তার প্রকাশনা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে আয়োজিত প্রকাশনা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন।
উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচনের মাধ্যমে পত্রিকাটির যাত্রা সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী তৈয়েবুর রহমান জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম. আইউব। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, প্রেসক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সজল, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পত্রিকার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম তারেক।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho