প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৮:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ১০:১৫ পি.এম
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন অমিত

যশোর অফিস
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোর সদর-৩ আসনের বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের বিরুদ্ধে জারি করা শোকজের জবাবে সন্তোষ প্রকাশ করেছেন আদালত। ফলে অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকালে তিনি সশরীরে আদালতে হাজির হয়ে লিখিত ও মৌখিকভাবে শোকজের জবাব দেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী দেবাশীষ দাস।
তিনি জানান, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত বিচারক মাসুদ রানার আদালতে অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত হয়ে তার বক্তব্য উপস্থাপন করেন। আদালত তার বক্তব্য শোনার পর সন্তোষ প্রকাশ করেন এবং অভিযোগ থেকে অব্যাহতি দেন।
শুনানিকালে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম. এ. গফুরসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিচারক অমিতের লিখিত ও মৌখিক বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি আরও সতর্কতার সঙ্গে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানান, অমিতের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকপ্রাপ্ত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে শোকজ করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানের স্বাক্ষরিত নোটিশে তাকে রোববার সকাল ১১টায় সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, গত ৪ ও ৫ জানুয়ারি যশোর শহরের টাউন হল ময়দানসহ বিভিন্ন স্থানে প্রায় ২০ হাজার কম্বল বিতরণ করেন অনিন্দ্য ইসলাম অমিত, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এই কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho