প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৪:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ১০:০৮ পি.এম
মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন

যশোর অফিস
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা জুয়েল সরদার।
সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, তার বড় ভাই জামাল সরদার একজন স্বনামধন্য মৎস ও পোল্ট্রি ব্যবসায়ী এবং ‘জীবন পোল্ট্রি ফার্ম এন্ড মৎস হ্যাচারী-এর স্বত্বাধিকারী। প্রায় ২০ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসলেও এলাকার প্রভাবশালী সাবিনা ইয়াসমিন ও ইকরামুল সরদার চাঁদা দাবি করে আসছিলেন।
চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ২০২৪ সালের ৩০ ডিসেম্বর ফার্মে লুটপাট ও ভাঙচুর চালিয়ে প্রায় ৪২ লক্ষ টাকার ক্ষতি করা হয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার জেরে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে ককটেল ও অস্ত্র রেখে র্যাব-পুলিশকে সংবাদ দিয়ে গত ২৮ ডিসেম্বর ২০২৫ রাতে জামাল সরদারকে আটক করানো হয় বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত, নিরীহ ব্যবসায়ী জামাল সরদারের মুক্তি এবং পরিবারটির নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho