প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ১০:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ১০:১০ পি.এম
যশোরে পৃথক ঘটনায় ২ যুবকের মৃত্যু

যশোর অফিস
যশোরের ঝিকরগাছা ও বেনাপোল এলাকায় পৃথক দুটি ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। একটি ঘটনায় আত্মহত্যা এবং অপর ঘটনায় গ্যাস ট্যাবলেট সেবনের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
যশোর ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর পূর্বপাড়ায় রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল্লাহ আল মামুন (২৬)। তিনি ওই এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার(১২ জানুয়ারি) বিকেলে নিজ বসতঘরের শয়নকক্ষে বাঁশের আড়ার সঙ্গে রশি বেঁধে তিনি আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ঝিকরগাছা থানায় খবর দেন।
পারিবারিক সূত্র জানায়,প্রায় পাঁচ মাস আগে আল মামুনের সঙ্গে তার স্ত্রী বৃষ্টি খাতুনের বিবাহবিচ্ছেদ হয়। সম্প্রতি গত ১০জানুয়ারি তার সাবেক স্ত্রীর অন্যত্র বিয়ে হয়।ওই বিয়ের সংবাদে মানসিকভাবে ভেঙে পড়েন আল মামুন এবং বিভিন্ন সময় আত্মহত্যার কথা বলতেন। ধারণা করা হচ্ছে, মানসিক চাপ থেকেই তিনি আত্মহত্যার পথবেছে নেন। এ ঘটনায় নিহতের বড় বোন ময়না বেগম আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবংআলামত উদ্ধারের চেষ্টা চলছে।
অন্যদিকে,যশোরের বেনাপোল এলাকায় গ্যাস ট্যাবলেট সেবন করে চিকিৎসাধীন অবস্থায় জিহাদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি শাহাবুদ্দিনের ছেলে এবং পুরাবাড়ী নারানপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে পরিবারের সদস্যরা তাকে মাদক সেবনে বাধা দিলে অভিমান করে নিজ শয়নকক্ষ থেকে গ্যাস ট্যাবলেট সেবন করেন তিনি। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (১২ জানুয়ারি) রাত সোয়া ১২ টার দিকে তিনি মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
পুলিশ জানিয়েছে,উভয় ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho