
ইরানে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি এবং সহিংসতায় নিজ দেশের নাগরিকদের ‘এখনই ইরান’ দেশ ছাড়ার জন্য সতর্কসংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল এমবাসি তেহরান সোমবার একটি নিরাপত্তা সতর্কতা জারি করে বলেছে, বিক্ষোভ ও সহিংসতায় ইরানের সার্বিক পরিস্থিতি কঠোরভাবে অবনতি হচ্ছে। দেশজুড়ে বিক্ষোভ, ব্যাপক গ্রেপ্তার, আহত ও অনিশ্চিত পরিবেশের কারণে আমেরিকার নাগরিকদের তৎক্ষণাৎ ইরান থেকে বের হয়ে যেতে বলা হয়েছে।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে ইরানের বিভিন্ন এলাকায় প্রতিবাদ ও পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে এবং রোড ব্লক, গণপরিবহন ব্যাঘাত, ইন্টারনেট বিচ্ছিন্নতা ইত্যাদি সমস্যার কারণে দৈনন্দিন জীবন বিপর্যস্ত।
নিরাপদ রুট ও যোগাযোগ ব্যবস্থা পরিকল্পনা করে আর্মেনিয়া বা তুরস্কের দিকে স্থলপথে তৎক্ষণাৎ দেশ ছাড়ার কথা ভাবতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কবার্তায় আরো বলা হয়েছে, যারা দেশছাড়া করতে পারবেন না, তাদের নিরাপদ স্থানে থাকা এবং প্রয়োজনীয় খাদ্য, পানি, ওষুধ সংগ্রহ করে রাখার কথা বলা হয়েছে।
ইরানের সীমান্ত এলাকা ও আন্তর্জাতিক পরিবহন পরিষেবা যেমন বিমান যোগাযোগও ব্যাহত হতে পারে, এ কারণেই নাগরিকদের যথাসম্ভব দ্রুত এবং নিরাপদভাবে দেশ ত্যাগে উদ্যোগ নিতে বলা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho