প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৫:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ৮:৪৭ পি.এম
কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল–ফয়সাল

কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ফয়সাল মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ জুনাইদ, বোরহান উদ্দিন সৌরভ (কাব্য) ও মো. ইমরান হোসেন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ করিম উদ্দিন, মেহরাজ আলভি ও মিরাজুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন আনাস আজিম, আমজাদ হোসাইন ও রফিকুল ইসলাম।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অনিত দাস, মোহাম্মদ মহসিন চৌধুরী মাহী, কানিজ ফাতেমা রিমি, মোহাম্মদ তাওহিদুল ইসলাম, মোহাম্মদ ওমর হোসেন মিশকাত, মোহাম্মদ ফায়াজ ফেরদৌস, মোহাম্মদ আলতাফুর রহমান ও ফয়সাল আবছার উদ্দিন ইফতি। দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নাহিদ হাসান চৌধুরী।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল বলেন, “আমরা সবাই মিলে সংগঠনটিকে আরও সক্রিয় ও আন্তরিকভাবে এগিয়ে নিতে চাই। নবীন বরণ, মেজবান কিংবা পরীক্ষার্থীদের সহযোগিতার মতো কার্যক্রমে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। এখানে সভাপতি-সেক্রেটারি আলাদা কিছু নয়, আমরা সবাই কুবিয়ান ও চাটগাঁইয়া এই জায়গা থেকেই সহযোগিতা চাই।”
সভাপতি শরিফুল ইসলাম বলেন, “এই দায়িত্ব আমি আমানত হিসেবে গ্রহণ করেছি। সবার সহযোগিতা পেলে সংগঠনটিকে আরও স্মার্ট, শক্তিশালী ও শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে পারব।”
তিনি আরও বলেন, “চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কুবির অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন। এটিকে পরিবারের মতো বন্ধন হিসেবে ধরে রাখতে হবে।”
উল্লেখ্য, নবগঠিত এ কমিটি এক বছর দায়িত্ব পালন করবে এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho