প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ১১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ৯:২২ পি.এম
অভয়নগরে কিশোরী নিখোঁজ, থানায় জিডি

যশোর অফিস
যশোরের অভয়নগর উপজেলায় রুকাইয়া ইসলাম ওরফে আলেয়া (১৪) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় নিখোঁজ কিশোরীর বাবা রবিউল ইসলাম অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়,সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে রুকাইয়া ইসলাম অভয়নগর রাজঘাট গার্লস স্কুলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন ঘরে তল্লাশি করে দেখতে পান, রুকাইয়া তার ব্যবহৃত কাপড়চোপড়সহ পরিবারের চিকিৎসার জন্য রাখা নগদ ১২ হাজার টাকা সঙ্গে নিয়ে গেছে।
নিখোঁজ রুকাইয়ার বাবা জানান, তিনি দুর্ঘটনায় পঙ্গু হয়ে পড়া একজন অসহায় ব্যক্তি। তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছে এবং মাঝে মধ্যেই অসংলগ্ন কথা বলে। এর আগেও সে মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, পরে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। এবারে সম্ভাব্য আত্মীয়স্বজনের বাড়ি,পরিচিত স্থানসহ সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ কিশোরীর বিবরণ অনুযায়ী, তার গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৩ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে সালোয়ার, বেগুনি রঙের ফতুয়া এবং মাথায় হিজাব ছিল।
এ ঘটনায় অভয়নগর থানায় জিডি নম্বর ৭২২। পুলিশ জানিয়েছে, নিখোঁজ কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho