প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ৪:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ৯:৫৪ পি.এম
সিরাজগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়াম দখলে, কোটি টাকার সরকারি অবকাঠামো অচল

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ২০১৮ সালে নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম বর্তমানে দখলে চলে যাওয়ায় সেখানে কোনো খেলা বা ক্রীড়া কার্যক্রম হচ্ছে না। মাঠের ভেতরে ব্যক্তিগত স্থাপনা ও বাগান গড়ে ওঠায় সরকারি অর্থে নির্মিত অবকাঠামো কার্যত অচল হয়ে পড়েছে।
প্রায় ত্রিশ ফুট গভীর জলাশয় ভরাট করে কাজিপুর স্টেডিয়াম নির্মাণ করা হয়। সেখানে গ্যালারি, বেঞ্চ, ড্রেসিং রুম, ওয়াশ ব্লক ও কর্মকর্তাদের জন্য স্টাফরুম নির্মিত ছিল। উদ্বোধনের পর কয়েক বছর নিয়মিত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
২০২৪ সালে মাঠটি স্থানীয় জমির মালিকদের দখলে চলে যায়। বর্তমানে মাঠের অধিকাংশ অবকাঠামো অপসারিত। ড্রেসিং রুম, ওয়াশ ব্লক ও স্টাফরুমের কিছু অংশ বিদ্যমান থাকলেও মাঠের ভেতরে বসতঘর নির্মাণ ও বাগান স্থাপন করা হয়েছে।
কাজিপুর পিআইও অফিসের তথ্য অনুযায়ী, স্টেডিয়াম নির্মাণের সময় সরকারি জমিতেই মাটি ভরাট ও অবকাঠামো নির্মাণ করা হয়। জেলা ক্রীড়া সংস্থার কাছে মাঠটির বিষয়ে হালনাগাদ কোনো তথ্য নেই।
সরকারি নথি অনুযায়ী, ২০১৬ সালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় কাজিপুরে স্টেডিয়াম নির্মিত হয়। ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে স্থাপনা নির্মাণ করা হয়। পিআইও অফিসের মাধ্যমে জলাশয় ভরাটে ব্যয় হয় কোটি টাকা। পানি উন্নয়ন বোর্ড ও গণপূর্ত বিভাগের মাধ্যমে চারপাশে ভাঙন রোধে ব্লক বাঁধ নির্মাণ করা হয়। ২০১৮ সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্টেডিয়ামটি উদ্বোধন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিকরা আদালতে মামলা করে রায় পাওয়ার পর মাঠের দখল নেন।
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিস সূত্র জানায়, কাজিপুর মিনি স্টেডিয়াম সংক্রান্ত বিস্তারিত তথ্য তাদের কাছে নেই। মাঠটি চালুর বিষয়ে জেলা প্রশাসন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পটি ২০১৫ সালের ৭ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদিত হয়। প্রথম ধাপে দেশের বিভিন্ন উপজেলায় স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho