
দক্ষিণী সুপারস্টার ধানুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেমের গুঞ্জন নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হয়েছে। দীর্ঘদিনের সেই চুপিচুপি প্রেম এবার পরিণয়ে রূপ নিতে যাচ্ছে বলে খবর চাউর হয়েছে। সব ঠিক থাকলে আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা যুগল।
ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় জোরালো গুঞ্জন, আগামী ২৬ ফেব্রুয়ারি চার হাত এক হতে চলেছে। বিয়ের আসর হিসেবে বেছে নেওয়া হয়েছে রাজস্থানের রাজকীয় শহর উদয়পুরকে। সেখানকার একটি বিলাসবহুল প্রাসাদেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।
তবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের চেয়ে ব্যক্তিগত পরিসরকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই জুটি। সেখানে শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। সম্পর্ক নিয়ে ধানুশ কিংবা ম্রুণাল কারও পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
বরাবরই তারা একে অপরের ভালো বন্ধু হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। তবে সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তাদের একত্রে উপস্থিতি এবং সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি বিশেষ উষ্ণতা ভক্তদের মনে সন্দেহ পাকাপোক্ত করেছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, মৌনতার আড়ালে বড় কোনো চমকের প্রস্তুতি নিচ্ছেন তারা।
ধানুশের এটি দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে। এর আগে সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে তার দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। ধানুশ ের দুই পুত্রও রয়েছে। অন্যদিকে, ক্যারিয়ারের সুবর্ণ সময়ে থাকা ম্রুণাল ঠাকুরের সঙ্গে ধানুশ ের বয়সের পার্থক্য বিস্তর। সব বাধা পেরিয়ে অভিনেত্রী কি সত্যিই দুই সন্তানের জনকের সঙ্গে ঘর বাঁধছেন? সেই প্রশ্নের উত্তর এখন সময়ের ওপর নির্ভরশীল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho