
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ঘটেছে এবং বিশ্ব ক্রমেই আরও বিপজ্জনক হয়ে উঠছে। তবে ভেনেজুয়েলা ও ইরানের পরিস্থিতি নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। বৃহস্পতিবার ক্রেমলিনে বিশ্বের বিভিন্ন দেশের নতুন রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে ওই মন্তব্য করেছেন তিনি।
ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাত ও ইরানে চলমান বিক্ষোভ কিংবা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে দেওয়া হুমকি সম্পর্কে রুশ প্রেসিডেন্ট এখন পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে পুতিন বলেন, আন্তর্জাতিক অঙ্গনের পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে; এ নিয়ে কারও দ্বিমত থাকার কথা নয়। দীর্ঘদিনের সংঘাতগুলো তীব্রতর হচ্ছে আর নতুন করে গুরুতর সংকটের কেন্দ্রবিন্দু তৈরি হচ্ছে। এসব কথা যখন তিনি বলছিলেন, তখন তার মুখে হাসি ফুটে উঠে।
চলতি বছরে রাশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ে প্রথম প্রকাশ্য এই বক্তৃতায় যুক্তরাষ্ট্র কিংবা ট্রাম্পের নামও সরাসরি উল্লেখ করেননি পুতিন।
তিনি বলেছেন, আমরা এমন একপাক্ষিক বক্তব্য শুনছি, যেখানে শক্তির জোরে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে অন্যদের ওপর ইচ্ছা চাপিয়ে দেওয়া, পরামর্শ ও নির্দেশ দেওয়াকে বৈধ মনে করা হচ্ছে। পুতিন বলেন, রাশিয়া আন্তরিকভাবে বহুমেরুর বিশ্বব্যবস্থার আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ।
ইউরোপে নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার বিষয়ে রাশিয়ার প্রস্তাব নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন পুতিন।
তিনি বলেন, আমরা আশা করি, এই প্রয়োজনীয়তার স্বীকৃতি শিগগির বা পরে আসবেই। তত দিন পর্যন্ত রাশিয়া ধারাবাহিকভাবে তার লক্ষ্য অনুসরণ করে যাবে। সূত্র: রয়টার্স
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho