প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৬:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৯:৩৩ পি.এম
কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদ’–এর উদ্যোগে নবীনবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের দপ্তর সম্পাদক ও আইন বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম মাহির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থী ও অতিথিদের ফুল বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক সফুর উদ্দিন ভূঁইয়া, এনসিসি ব্যাংকের কর্মকর্তা তনয় সাহা, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষক হাসান আল মামুন, লোকপ্রশাসন বিভাগের নবম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. রাকিব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল আওয়াল টিপু ও নাসির উদ্দিনসহ মুরাদনগর উপজেলা থেকে আগত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহান বলেন, 'আজকের আয়োজনে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্ববিদ্যালয় জীবনে কিছু স্মৃতি সবসময় মনে থাকে। আন্দোলনের সময় সহযোদ্ধা ভাইদের পাশে পাওয়া, বিপদে সতর্ক করা এগুলো সংগঠনের সঙ্গে যুক্ত থাকার বড় সুবিধা। সংগঠনের সদস্যরা সবসময় একে অপরের ভালো চায়, ক্ষতি চায় না।'
লোকপ্রশাসন বিভাগের নবম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. রাকিব হোসেন বলেন, 'এই সংগঠনে এলে আমি আমার শেকড়কে খুঁজে পাই। আমি চোখ বন্ধ করে বলতে পারি, এখানকার সবাই আমার সন্তানের মতো। যারা বিসিএস দিতে চাও, তাদের পরামর্শ দেব পুরোনো পড়াগুলো নিয়মিত রিভিশনে রাখবে। জীবনে পাস-ফেল আসবেই, কিন্তু লেগে থাকতে পারলেই সফলতা আসবে।'
সভাপতি সাইদুল ইসলাম বলেন, "নবীন শিক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের সংগঠন একটি পরিবারের মতো যেখানে সবাই একে অপরের খোঁজখবর রাখে এবং প্রয়োজনে সহযোগিতা করে। আমরাও সবাই মিলে সেই পারিবারিক বন্ধন বজায় রাখবো।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho