প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ১২:৪৪ পি.এম
পিআইবির উদ্যোগে যশোরে নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

যশোর প্রতিনিধি
প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি যশোরে শুরু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) যশোর পিটিআইয়ের অডিটোরিয়ামে শুরু হওয়া এ প্রশিক্ষণে যশোর ও নড়াইল জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছে।
এই প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার চ্যালেঞ্জ ও করণীয়, নির্বাচন সংশ্লিষ্ট আইন ও নীতিমালা, রিপোর্টিং কৌশল এবং সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
প্রশিক্ষণের প্রথম দিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত নিবন্ধন ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মেইল এর নির্বাহী সম্পাদক হারুন জামিল অংশগ্রহণকারী সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও প্রশিক্ষণের দিকনির্দেশনা দেন।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অধিবেশনে নির্বাচনের অংশীজন হিসেবে রাজনৈতিক দল, সুশীল সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন পর্যবেক্ষক এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এদিন ‘গণভোট–২০২৬: দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক অধিবেশনে নির্বাচনের গুরুত্ব ও ভোটাধিকার বিষয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি নির্বাচনী আইন লঙ্ঘন, অনিয়ম ও অপরাধ, গণপ্রতিনিধিত্ব আদেশ–১৯৭২ এবং এর সংস্কার প্রসঙ্গে আলোচনা হয়।
আরেকটি অধিবেশনে নির্বাচনী ব্যবস্থাপনায় দায়িত্ব ও কর্তব্য এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫ নিয়ে বিস্তারিত আলোচনা করেন হারুন জামিল।
প্রথম দিনের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রেসক্লাব যশোদের সভাপতি জাহিদ হাসান টুকুন। সার্বিক পরিচালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।
এছাড়া প্রশিক্ষণে অংশ নেন পিআইবির প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho