প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ১০:২৭ পি.এম
রাজবাড়ীর পাংশায় যুবককে মারপিট করে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় হাসেম মোল্লা (৩২) নামের এক যুবককে মারপিট করে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ওই এলাকার জাহিদ খান নামে এক যুবকের বিরুদ্ধে।
রোববার (১৮ জানুয়ারী বিকালে উপজেলার চরঝিকরী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাসেম মোল্লা ওই এলাকার দিরাজ মোল্লার ছেলে। এ ঘটনায় হাসেম মোল্লা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসাধীন আহত হাসেম মোল্লা বলেন, বাড়ির পাশে একটি মেহেগুনি তার ব্যবহৃত বাগানে মোবাইল ফোনে গান শুনছিলেন। এমন সময় স্থানীয় জাহিদ খান এসে আমাকে মারপিট করে আমার মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় জাহিদের সাথে আরও একজন ছিলো আমি তাকে চিনি না। এ বিষয়ে তিনি আইনী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
ভুক্তভোগী জাহিদের বাবা দিরাজ মোল্লা বলেন, আমার ছেলের একটু মাথায় সমস্য আছে। প্রতিদিনের ন্যায় ছেলেকে নিয়ে বাড়ির পাশের জমিতে কাজ করতে যায় ছেলেকে একটি বাগানে বসিয়ে রেখে পাশের জমিতে কাজ করছিলাম। পরে খবর পাই জাহিদসহ আরও একজন আমার ছেলেকে মেরে মোবাইলটি কেরে নিয়ে গেছে। আমি এর বিজার চাই।
অভিযুক্ত জাহিদ খান হাবাসপুর ইউনিয়নের চরঝিকরী ঢালাপাড়া এলাকা শাহাদৎ খানের ছেলে।
এ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত জাহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনি রঙ নম্বরে ফোন দিয়েছেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত না । তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho