
খুলনা কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বাপ্পি। অভিযোগে বলা হয়েছে, আমির হামজা একটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো ভিডিওতে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। যা জনসম্মুখে অবমাননাকর এবং সামাজিকভাবে ব্যাপক ক্ষতি সাধন করেছে।মামলাটি সোমবার (১৯ জানুয়ারি) সকালে খুলনার সোনাডাঙ্গা আমলী আদালতে দায়ের করা হয়েছে। মামলায় আমির হামজাকে একমাত্র আসামি করা হয়েছে এবং পাঁচজনকে সাক্ষী করা হয়েছে। বাদীর পক্ষে মামলা করেছেন অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার।
মামলায় উল্লেখ করা হয়েছে যে, উক্ত বক্তব্যের কারণে মরহুম আরাফাত রহমান কোকো, তার পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্মৃতি সংসদের সদস্যদের ওপর চরম মানহানি হয়েছে। ন্যায়বিচারের আশায় মামলা দায়ের করা হয়েছে এবং দণ্ডবিধির ৫০০ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলাটি গ্রহণ করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালিয়ে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho