প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৩:০৯ পি.এম
কুবির একাউন্টটিং ক্লাবের সভাপতি ফাহমিদা বেগম সাধারণ সম্পাদক আবু জাফর

কুবি প্রতিনিধি : শাহাবুদ্দীন শিহাব
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'একাউন্টিং ক্লাব' এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদা বেগম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর আবু জাফর।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করা হয়।
এছাড়াও কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম, ডিবেট উইং অব অ্যাকাউন্টিং ক্লাব এর শিক্ষক কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান এবং শিক্ষার্থী কো-অর্ডিনেটর সুদাদ আনোয়ার, স্পোর্টস উইং অব অ্যাকাউন্টিং ক্লাব এর শিক্ষক কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেেন সহযোগী অধ্যাপক মুহাম্মদ সজিব রহমান এবং শিক্ষার্থী কো-অর্ডিনেটর মোহাম্মদ হাবিবুর রহমান, কালচারাল উইং অব অ্যাকাউন্টিং ক্লাব এর শিক্ষক কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন সহযোগী অধ্যাপক তারিক হোসেন এবং শিক্ষার্থী কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন আল বারি সরকার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লার্নিং উইং অব অ্যাকাউন্টিং ক্লাব শিক্ষক কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন সহযোগী অধ্যাপক প্রফেসর ড. শামীম আরা মিলি এবং শিক্ষার্থী কো-অর্ডিনেটর হিসেবে আকলিমা আক্তার আনকি।
নব মনোনীত সাধারণ সম্পাদক মীর আবু জাফর বলেন, 'সম্মানিত বিভাগীয় প্রধান সহ সকল শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং প্রিয় সহপাঠীদের বিশ্বাস ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। ক্লাবের কার্যক্রমকে সুসংগঠিত রাখা, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা এবং নির্বাহী কমিটির সাথে একযোগে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। সবার সহযোগিতা ও দোয়ার মাধ্যমে একাউন্টিং ক্লাবকে আরও সক্রিয় ও কার্যকর করে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।'
নব মনোনীত সভাপতি সহযোগী অধ্যাপক ফাহমিদা বেগম বলেন, 'এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, বরং একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক শ্রদ্ধা এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একাউন্টিং ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি, যেন আমরা একসাথে ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি'
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho