প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৩:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৩:১১ পি.এম
মোংলায় বিদেশি মদ ও টাকাসহ নারী মাদকব্যবসায়ী গ্রেপ্তার

মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮ বোতল বিদেশি মদ, ২ পিচ ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ও নৌবাহিনী।
বুধবার (২১ জানুয়ারি) গভীর রাতে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন। গ্রেফতারকৃত নারীর নাম সাফিয়া বেগম (৫৬)। তিনি ওই এলাকার মো: আব্দুর রহিমের স্ত্রী। সাফিয়া বেগম ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও নৌবাহিনী পৌর শহরের মাদ্রাসা রোডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে সাফিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১৮ বোতল বিদেশি মদ, ২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত সাফিয়া বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আজ সকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। মোংলা উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরণের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho