প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৮:৫১ পি.এম
সিরাজগঞ্জে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আলোচনায় মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। শিক্ষা, ধর্মীয় ও সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তিনি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উল্লাপাড়ার মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের কার্যক্রমে তিনি নিয়মিতভাবে যুক্ত রয়েছেন। পাশাপাশি অসহায় ও দরিদ্র পরিবারে আর্থিক সহায়তা, অসুস্থদের চিকিৎসা সহায়তা এবং এতিম ও বিধবা পরিবারগুলোর পাশে দাঁড়ানোর মতো সমাজকল্যাণমূলক উদ্যোগে তাঁর সম্পৃক্ততা রয়েছে।
দুর্যোগকালীন সময়েও তাঁর ভূমিকা লক্ষ্য করা গেছে। অগ্নিকাণ্ড, বন্যা, শীতপ্রবাহসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়ার কাজে তিনি সক্রিয় ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত সহায়তা পৌঁছানোর বিষয়টি এলাকায় আলোচিত হয়েছে।
উল্লাপাড়া ও সলঙ্গা এলাকার হাটবাজার, চা দোকান ও গ্রামীণ বৈঠকে তাঁর সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে আস্থার সংকটের প্রেক্ষাপটে তাঁর এই কার্যক্রম স্থানীয় পর্যায়ে বিশেষভাবে নজর কেড়েছে বলে জানা গেছে।
তরুণ সমাজের মধ্যেও এসব কর্মকাণ্ডের প্রভাব পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মানবিক উদ্যোগসংক্রান্ত ছবি ও তথ্য প্রচারের ফলে তরুণদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। একই সঙ্গে নারী ও শিশুদের সহায়তায় নেওয়া উদ্যোগগুলো এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে।
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় উল্লাপাড়া উপজেলায় মাওলানা রফিকুল ইসলাম খানের নাম পরিচিত হয়ে উঠেছে। স্থানীয় পর্যায়ে তাঁর এসব কার্যক্রম রাজনৈতিক পরিচয়ের বাইরে সামাজিক দায়বদ্ধতার বিষয়টি আলোচনায় এনেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho