
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করে ইরানের সেনাবাহিনী বলেছে, খামেনির দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে সেই হাত কেটে ফেলা হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবলফাজল শেখারচি বলেন, ট্রাম্প ভালো করেই জানেন আমাদের নেতার দিকে যদি কেউ আগ্রাসনের হাত বাড়ায়, আমরা শুধু সেই হাত কেটে দেব না বরং তাদের পুরো জগৎ আগুনে জ্বালিয়ে দেব।
ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে খামেনির প্রায় চার দশকের শাসনের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি খামেনিকে অসুস্থ মানুষ আখ্যা দিয়ে বলেন, ইরানের জন্য নতুন নেতৃত্বের সময় এসেছে। এর কয়েক দিনের মধ্যেই ইরানের এই কড়া প্রতিক্রিয়া এলো। গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতা চালানো হয়। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। ট্রাম্প এর আগে বলেছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা এবং বিক্ষোভের পর গণফাঁসি হলে তা ইরানের জন্য রেড লাইন অতিক্রমের শামিল হবে।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি অবশ্য বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তিনি স্বীকার করেছেন, সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে এবং যেকোনো ভুল পদক্ষেপ অঞ্চলজুড়ে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho