প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ২:০৭ পি.এম
তৃতীয় বিয়ের ইঙ্গিত আমির খানের

বিয়ের ইঙ্গিত দিলেন বলিউড পারফেকশনিস্ট আমির খান। দীর্ঘদিন ধরে চর্চায় থাকা প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে থাকা সম্পর্ককে নতুন পরিচয় দেয়া প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন থেকে জানা যায়, ৬০তম জন্মদিনে তৃতীয় প্রেমজীবন প্রকাশ্যে আনেন আমির। দেন নতুন অধ্যায়ের ইঙ্গিত। বলিউডের অন্যতম দুই খান শাহরুখ ও সালমানের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রেমিকা গৌরীর। এরপর ৬০তম জন্মদিনেই সংবাদমাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন প্রেমিকার। শুধু পরিচয় নয়, তাদের সম্পর্ক যে গভীর সে স্পষ্ট বার্তাও দেন অভিনেতা।
তবে এবার গৌরীর সঙ্গে সম্পর্ক যে বিয়ে পর্যন্ত গড়াতে পারে, সে জল্পনায় সিলমোহর দিয়েছেন আমির। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে গৌরীর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করেন তিনি।
আমির বলেন, গৌরী আর আমি একে অপরকে নিয়ে সত্যিই খুব সিরিয়াস। আমরা একটি দৃঢ়, প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে রয়েছি। আমরা একে অপরের সঙ্গী, আমরা একসঙ্গেই আছি। মনে-মনে আমি ইতিমধ্যেই ওকে বিয়ে করেছি।সামাজিকভাবে বিয়ে প্রসঙ্গে আমির বলেন, আমরা একে অপরকে ২৫ বছর ধরে চিনি। কিন্তু হঠাৎ করেই করি, জীবনে যেমন মানুষ খুঁজছিলাম ও তেমনই। প্রেমে পড়ি। সবকিছু স্বাভাবিক গতিতে এগিয়েছে। আমি নিজেকে গৌরীর সঙ্গে বিবাহিতই ভাবি। সময়ের সঙ্গে আনুষ্ঠানিক রূপ ঠিক করবো। তাই আনুষ্ঠানিক নিয়মকানুন সময় এলেই জানাবো।
কিছুদিন আগেও অভিনেতা জানিয়েছিলেন, একসঙ্গে থাকলেও বিয়ে হয়তো জরুরি নয়। কিন্তু আমির খানের এ সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট এ বার হয়তো বিয়ের দিকেই এগোচ্ছে বলিউড তারকার জীবন।
বর্তমানে মুম্বাইয়ের একটি বাড়িতে একত্রবাস করছেন এ জুটি। গৌরীকে জীবনসঙ্গী করলে এটি হবে নায়কের তৃতীয় বিয়ে।
১৯৮৬ সালে রিনা দত্তকে প্রথম বিয়ে করেন আমির। তাদের সংসারে ইরা খান ও জুনেইদ খান নামে দুই সন্তান রয়েছে। ২০০২ সালে এ জুটির বিবাহবিচ্ছেদ হলে ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন অভিনেতা। সে সংসারে আজাদ নামে একটি পুত্র সন্তান রয়েছে। ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হলে নতুন করে গৌরীর প্রেমে পড়েন বলিউডের এ পারফেকশনিস্ট।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho