প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৭:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১০:৩৪ পি.এম
সুন্দরবন ইউনিয়নে ০৪ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে প্রচারণা মিছিল ও গণসংযোগ

মারুফ বাবু, মোংলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে ০৪ নং ওয়ার্ডে ধানের শীষ- এর পক্ষে প্রচারণা মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির নেতৃত্ব দেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার। এসময় সাথে ছিলেন সুন্দরবন ইউনিয়ন বিএনপি এবং ০৪ নং ওয়ার্ড বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, আমরা জনগণের ভোটাধিকার এবং বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছি। দীর্ঘদিনের অবহেলিত মোংলা-রামপাল উন্নয়নে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বিএনপি বদ্ধপরিকর।
বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের সমর্থন ও ভালোবাসা পেলে লায়ন ডঃ শেখ ফরিদুল ইসলাম বিজয়ী হয়ে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবেন।
নেতা-কর্মীদের উচ্ছ্বাস প্রচারণা শুরুর প্রথম দিনেই নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এ সময়ে বিভিন্ন ধরণের শ্লোগান দিতে শোনা যায় নেতা কর্মীদের।
স্থানীয় বিএনপি নেতারা জানান, তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে এই প্রচারণা অব্যাহত থাকবে বলেও জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho