
ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কারিগরি পর্যায়ের একটি ত্রিপাক্ষিক বৈঠক আগামী ২৩ ও ২৪ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈঠকে দেওয়া বক্তব্যের পর এক প্যানেল আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম ত্রিপাক্ষিক বৈঠক সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দীর্ঘ যুদ্ধের অবসান ঘটতে পারে বলে প্রত্যাশা করেছেন তিনি।
জেলেনস্কি বলেন, আগামীকাল এবং পরের দিন আমরা একটি ত্রিপাক্ষিক বৈঠক করতে যাচ্ছি। কোনও সংলাপ না হওয়ার চেয়ে এটি ভালো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ওই মন্তব্য করেছেন।
এদিকে, জেলেনস্কির সঙ্গে দাভোসে বৈঠকের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাদের আলোচনা ‘‘ভালো’’ হয়েছে। জেলেনস্কি বলেছেন, বৃহস্পতিবার ইউক্রেনীয় দলের সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়েছে; যার পর যুক্তরাষ্ট্রের দল রাশিয়ায় পৌঁছাবে।
তিনি বলেন, ‘‘আজ আমাদের লোকজন আমেরিকানদের সঙ্গে বৈঠক করছেন। এরপর আমেরিকানরা রাশিয়ানদের সঙ্গে আজ রাতে, আগামীকাল অথবা কখন বৈঠক করবেন, তা আমি জানি না। হয়তো পুতিন ঘুমাচ্ছেন। আপনি যেমন বলেছিলেন, তার মাথায় কী চলছে, কেউ জানেন না।’’
জেলেনস্কি বলেন, ‘‘রাশিয়ানদের আপসের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, আপনি জানেন, শুধু ইউক্রেন নয়; সবারই প্রস্তুত থাকা উচিত। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা দেখব ফলাফল কী হয়।’’
তবে ইউক্রেনের এই নেতা আলোচনার কাঠামো কিংবা কর্মকর্তারা সরাসরি আলোচনায় বসবেন কি না; সেই বিষয়ে কিছু জানাননি। সূত্র: এনডিটিভি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho