মিন্টু কান্তি নাথ, রাজস্থলী (রাঙ্গামাটি)
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ২য় দিনেই সরগরম হয়ে উঠেছে রাজস্থলী উপজেলা।
শুক্রবার (২৩শে জানুয়ারি) বিকালে রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল এবং তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে মিছিলটি বাঙ্গালহালিয়া বাজারের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে,পুনরায় দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
মিছিলে উপজেলা-ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এসময় নেতাকর্মীরা 'ধানের শীষ' প্রতীকের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শামিল হওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
সমাবেশে সভাপতির বক্তব্যে মাস্টার খলিলুর রহমান শেখ বলেন, আমরা জনগণের দ্বারে দ্বারে যাব এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবারে আমাদের ২৯৯ নং সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
এসময় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho