
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ পদপ্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেছেন আমাদের নির্বাচনের প্রথম প্রত্যয় হবে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, দখলদারিত্ব এবং মাদকমুক্ত বাগেরহাট গড়া।
তাই আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বাগেরহাটের মানুষের দ্বারে দ্বারে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে।
শুক্রবার ২৩ জানুয়ারি বিকেলে বাগেরহাট জেলা সদরের খানজাহান আলী দরগার মাঠ প্রাঙ্গনে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময়ে তিনি আরো বলেন,এই জনপদের উন্নয়নের জন্য অনেকগুলো এজেন্ডা ঘোষণা করেছি। তার মধ্যে রয়েছে খান জাহান আলী মাজার কেন্দ্রিক আধুনিক পর্যটন এলাকা গড়ে তোলা।এলাকার হাজীগণ যাতে সরাসরি বিমানে হজ্ব করতে যেতে পারে সেজন্য খানজাহান আলী বিমানবন্দর চালু করা। মান উন্নয়নের জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা। চিকিৎসার মান উন্নয়নের জন্য বাগেরহাট ২৫০ সজ্জা হাসপাতালকে আধুনিকায়ন করে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা সহ মেরিন একাডেমিকে বিএসসি মেরিন একাডেমীতে রূপান্তরিত করে এলাকার শিক্ষার মানকে আরো উন্নত করতে চাই।খানজাহানের এই পূণ্য ভূমিতে সন্ত্রাসীদের কোন ঠাঁই হবে না। আমার ভাই হোক আমার সন্তান হোক কিংবা দলের যে কোন পর্যায়ের নেতাকর্মী হোক কোন দখলদারিত্ব মেনে নেওয়া হবে না। সনাতন ধর্মের অনুসারীদের উদ্দেশ্য করে তিনি বলেন আপনাদের আঘাত করার আগে আমাকে আঘাত করতে হবে। আপনারা এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাছির আলাপ, বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, ওবায়দুল ইসলাম জুয়েল, আবুল কালাম আজাদ বুলু, ফকির তারিকুল ইসলাম, এসকেন্দার হোসেন, শরীফ মোস্তফা জামান লিটু, কামরুজ্জামান শিমুল ও মহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যাপক হাদিউজ্জামান হিরো।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুব নেতা অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, মনিরুজ্জামান সোহাগ, সোহেল তরফদার, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাফউদ্দৌলা জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, জেলা জাসাসের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহবায়ক রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা, মনিরা ইসলাম, শিরিনা আক্তার, সালমা খাতুনসহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho