মিন্টু কান্তি নাথ, রাজস্থলী (রাঙ্গামাটি)
সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে রুপা পদক জয় করে দেশের মুখ উজ্জ্বল করা টেবিল টেনিস তারকা খই খই সাই মারমার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।
আজ দুপুরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের দুর্গম ২নং ওয়ার্ড এলাকায় খই খই সাই মারমার নিজ বাড়িতে গিয়ে তাঁর এবং তাঁর বাবা ক্যহ্লাখই মারমার সাথে সাক্ষাৎ করেন এবং খোঁজ খবর নেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক কঙ্কনা প্রভা। এছাড়াও স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই এসময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক নাজমা আশরাফী খই খই সাই মারমার অনন্য সাফল্যের প্রশংসা করেন। পাহাড়ের সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে এমন অর্জন জেলা ও দেশের জন্য অত্যন্ত গর্বের বলে তিনি উল্লেখ করেন। জেলা প্রশাসক খই খই সাই মারমার ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা ও উৎসাহ প্রদানের পাশাপাশি তাঁর পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার জোরালো আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho