প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ১১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৮:১৭ পি.এম
ক্ষমতায় গেলে ভাতা নয়, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ডা. শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে বেকার ভাতা প্রদানের পরিবর্তে যুবকদের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি জানান, জামায়াতে ইসলামী আদর্শিক ও জনসেবামুখী রাজনীতিতে বিশ্বাসী।
শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আয়োজনে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলি।
পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে নির্যাতন ও দমন-পীড়নের শিকার হয়েছে। অতীতের বিভিন্ন সময়ে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া উপেক্ষা করে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেকেই নিপীড়নের শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দেশের অতীত শাসনামলে ক্ষমতাসীন দলগুলোর বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ ছিল। তবে জামায়াতে ইসলামীর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালন করেছেন বলে তিনি দাবি করেন। এ সময় তিনি জামায়াতের একাধিক কেন্দ্রীয় নেতার মৃত্যুর প্রসঙ্গও তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, সাম্প্রতিক সময়েও জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজি বা দখলদারিতে জড়িত ছিল না; বরং জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতি, চাঁদাবাজি ও বিচারহীনতার অবসান ঘটানো হবে বলে তিনি জানান।
যুবসমাজের প্রসঙ্গে তিনি বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হবে জামায়াতের অগ্রাধিকার, যাতে তরুণরা স্বাবলম্বী হতে পারে।
পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে এবং ভবিষ্যতে স্বৈরাচারী শাসনব্যবস্থা যেন আর ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এ ছাড়া সভায় বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ড. মাওলানা নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস উল্লাপাড়া উপজেলা আমির মাওলানা শামীম আহমেদ, জাতীয় নাগরিক পার্টির সংগঠক মোশাররফ আদনানসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho