
বলিউডে তামাক বা পানমশলার বিজ্ঞাপন ঘিরে বিতর্ক বহুদিনের। এর আগেও অনেক নামী-দামী তারকাকেই এসব বিজ্ঞাপনে কাজ করতে দেখা গেছে। এই নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে এক্ষেত্রে ব্যতিক্রমী এক নজিরই স্থাপন করলেন সুনীল শেঠি। সম্প্রতি নিজেই এ নিয়ে মুখ খুলেছেন।
জানা যায়, একটি তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের জন্য প্রায় ৪০ কোটি রুপির প্রস্তাব পেয়েছিলেন এই বলিউড তারকা। কিন্তু অর্থের থেকে নিজের নীতি এবং সন্তানদের ভবিষ্যৎকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। তাই সেই প্রস্তাব ফিরিয়ে দেন সুনীল।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি আমার স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ। আমার শরীরই আমাকে সুনীল শেঠি বানিয়েছে, আমাকে চলচ্চিত্র জগতে জায়গা দিয়েছে। যদি আমি এটাকে সম্মান না করি, তাহলে নিজের সঙ্গেই অবিচার করা হবে। হয়তো আমি এখন বক্স অফিসের দিক থেকে আগের মতো প্রাসঙ্গিক নই। কিন্তু আজও ১৭ থেকে ২০ বছর বয়সিরা আমাকে সম্মান আর ভালোবাসা দেয়। আমাকে ৪০ কোটি রুপির একটি তামাকের বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনারা কি সত্যিই মনে করেন আমি এতে রাজি হব? আমি এমন কিছু করতে পারি না, যা আহান, আথিয়া বা রাহুলের ওপর খারাপ প্রভাব ফেলবে।’
এই ঘটনার পর আর কোনো প্রতিষ্ঠান তাকে এমন প্রস্তাব দেওয়ার সাহস পায়নি বলেও জানান এ অভিনেতা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho