প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৮:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ১:৫৫ পি.এম
বকশীগঞ্জে অসহায় পরিবারকে সাহায্য করলেন বিসমিল্লাহ ফাউন্ডেশন

আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ (জামালপুর)
জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অসহায় ২১টি পরিবারের মাঝে এ সহায়তা তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম মিষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন। সাধারণ সম্পাদক এ এন জোবাইর আহমেদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কনিকা খাতুন বলেন, “নিভৃত পল্লীতে নিজেদের উপার্জিত আয়ের একটি অংশ দিয়ে আপনারা মানবতার কল্যাণে যে কাজ করছেন, তা সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগ আমাকে পুলকিত করেছে। সমাজসেবা কার্যালয় সবসময় আপনাদের এই মানবিক কর্মকাণ্ডের পাশে থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক জব্বারগঞ্জ শাখার কর্মকর্তা আকবর আলী ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মো. হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দুদু এবং গঠনমূলক বক্তব্য তুলে ধরেন শিক্ষা সম্পাদক সোলাইমান আজাদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-কোষাধ্যক্ষ জজ মিয়া সরকার, সহ-প্রচার সম্পাদক শাহজাহান মিয়া, সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম বরকত ও নির্বাহী সদস্য রাসেল সরকার।
উল্লেখ্য, সংগঠনের সদস্যরা নিজেদের চাকরি ও ব্যবসার আয়ের একটি অংশ দিয়ে এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho