ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নাটোর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির টিশার্ট উন্মোচন করা হয়।
মেহনাজ আফরিন মিম ও মো. সুমন শেখের যৌথ সঞ্চালনায় এবং নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ।বিশেষ অতিথি হিসেবে একই বিভাগের অধ্যাপক ড. মো. শাহাবুল আলম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ. টি. এম. মিজানুর রহমান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল বারী ও মার্কেটিং বিভাগের প্রভাষক মো. আলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনটির সভাপতি মো. মেহেদি হাসান বলেন, ‘নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা নাটোর জেলা থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণ, ঐক্য, সহযোগিতা ও সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আমরা নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানাই, তাদের সহায়তা প্রদান করি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, মানববন্ধন, শীতবস্ত্র বিতরণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করি। সমিতির লক্ষ্য হলো নাটোরের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের সুন্দর অবস্থান নিশ্চিত করা। আমরা সকলের সহযোগিতা কামনা করি যাতে এই সমিতি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ বলেন, জীবন একটি চিরন্তন চক্র। সময় হলে ফুল ঝরে পড়ে, আবার নতুন ঋতুতে ফুল ফুটে ওঠে। ছেড়ে যাওয়াই বিধির বিধান, আমি যদি না যাই, তাহলে নতুন কেউ কীভাবে আসবে? আমরা কবরস্থানে গিয়ে শুধু চেনা মানুষের কবরই খুঁজি, অপরিচিতদের খোঁজ করি না। ঠিক তেমনি, এই প্রতিষ্ঠান থেকে প্রাক্তন হয়ে গেলেও আমাদের স্মৃতি, অবদান ও শিক্ষা থেকে যাবে। আমরা চলে গেলে নতুন প্রজন্ম এগিয়ে আসবে, নতুন ফুল ফুটবে। জীবনের এই অবিরাম প্রবাহই সৃষ্টির সৌন্দর্য। এই জেলার সংগঠনের মাধ্যমে তোমার একত্রিত থাক ও সুন্দর জীবন যাপন করো এটায় প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho