প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ১০:২১ পি.এম
ঝিকরগাছায় মহিলা জামায়াত নেত্রীদের ওপর হামলার প্রতিবাদে যশোরে সংবাদ সম্মেলন

যশোর প্রতিনিধি
যশোর জেলার ঝিকরগাছা পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের নেত্রীদের ওপর হামলার প্রতিবাদে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী,ঝিকরগাছা শাখার উদ্যোগে আয়োজিত এসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা লিখিত অভিযোগে জানান, ঝিকরগাছায় ভোটের প্রচারণাকালে মহিলা ভোটকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় নারী কর্মীদের শারীরিকভাবে আঘাত করা হয় এবং গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। হামলাকারীরা তাদের লাঞ্ছিত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে এবং ভাঙা ফোন নিয়ে যায়। পাশাপাশি ভ্যানিটি ব্যাগ ছিনতাই করা হয়, যাতে টাকা-পয়সা, কাগজপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিল বলে অভিযোগ করা হয়।
বক্তারা জানান,এঘটনায় রাফিজা,নাসিমা, কামরুন্নাহার, তুলি, বিলকিস ও জোসনাসহ মোট ১০ জন নারী নেতা-কর্মী আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। হামলার সময় নারী কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং পরবর্তীতে পুনরায় ভোট চাইতে গেলে জীবননাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন জামায়াত প্রার্থী।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, যুবদল নেতা আরাফাত রহমান কল্লোলসহ সবুজ, আহনাত ও সোহাগের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল এ হামলায় জড়িত ছিল। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই নির্বাচনী কর্মী ও সমর্থকদের ভয়ভীতি ও হুমকি দিয়ে নির্বাচনী পরিবেশ বিনষ্টের চেষ্টা চলছিল, যার সর্বশেষ বহিঃপ্রকাশ এই হামলা।
এছাড়া ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার পৌর এলাকা এবং বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর রঙিন ব্যানার,পোস্টার ও ফেস্টুন এখনো টাঙানো রয়েছে,যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলে অভিযোগ করা হয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন বক্তারা।
সংবাদ সম্মেলন থেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি অবিলম্বে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho