প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৩:০৭ পি.এম
সৌদি আরবে সাত দিন ধরে নিখোঁজ মতলবের শিহাদ

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মান্দারতলী গ্রামের ২২ বছর বয়সী প্রবাসী মোঃ শিহাদ হোসেন সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন।
পরিবারের তথ্য অনুযায়ী, দেড় বছর আগে জীবিকার তাগিদে সৌদিতে যান শিহাদ। তিনি রিয়াদের আজিজিয়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং ট্যাক্সি চালিয়ে মাসে দুই থেকে আড়াই লাখ টাকা আয় করতেন।
গত রোববার গভীর রাতে শিহাদের মুঠোফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। কলকারীর পরিচয় পুলিশ হিসেবে দেওয়া হয় এবং তাঁকে জরুরি অবস্থায় বাসার সামনে যেতে বলা হয়। এরপর থেকে শিহাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মুঠোফোনও বন্ধ রয়েছে।
শিহাদের বাবা, যিনি নিজেও সৌদিপ্রবাসী, স্থানীয় পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবার আশঙ্কা করছে, দুর্বৃত্তরা শিহাদকে হত্যা বা অপহরণের শিকার করেছে।
শিহাদের খালাতো ভাই মোঃ হাবিব জানিয়েছেন, শিহাদ একই বাসায় কয়েকজনের সঙ্গে থাকতেন। তবে আর্থিক দ্বন্দ্ব ও শত্রুতা তৈরি হওয়ায় তার প্রতি হুমকি দেওয়া হয়েছিল। শিহাদ বিষয়টি পরিবারকে জানিয়ে ছিলেন।
শিহাদের মা রেখা বেগম বলেন, “রুজির জন্য ছেলেকে বিদেশ পাঠিয়েছি। প্রায় পাঁচ দিন ধরে তার কোনো খবর নেই। সে কি বেঁচে আছে না মারা গেছে, কিছুই জানি না। চোখের পানি শেষ, ঘুমও নেই। ছেলের খোঁজ পাওয়া গেলে হয়তো শান্তি পেতাম।”
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho