প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৩:০৮ পি.এম
আদালত চত্বরে জয় বাংলা শ্লোগান দিয়ে গ্রেপ্তার ৫

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর আদালতে জেলা নিশিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ হাজিরা দিতে আসলে নেতাকর্মীরা জয় বাংলা শ্লোগান দেয়। এসময় পুলিশ জনি, পরশ, মুঞ্জিল, তাইসসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার (২৫ জানুয়ারী) দুপুরে রাজবাড়ী আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
জানাগেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলাসহ বিভিন্ন মামলার আসামী রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন শেখ বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেপ্তার হয়। রবিবার তার মামলার হাজিরা থাকায় পুলিশ তাকে আদালতে আনে। এসময় আদালত চত্বরে নেতাকর্মীরা জয়বাংলা শ্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পরে পুলিশ সেখান থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, আদালত চত্ত্বর থেকে পাচজনকে গ্রেপ্তার করে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) খোন্দকার জিয়াউর রহমান বলেন, আদালত এলাকায় জয়বাংলা শ্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান আছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho