প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৬, ৪:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৩:৫২ পি.এম
বালিয়াকান্দিতে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্ঠাবাষির্কী অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্ঠাবাষির্কী অনুষ্টিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারী) বেলা ১১টায় বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের হলরুমে দৈনিক জনবাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাংবাদিক গোলাম মর্তবা রিজুর সঞ্চালনায়, দৈনিক জনবাণী পত্রিকার বর্ষপুর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি সনজিৎ কুমার দাস, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি মোঃ সোহেল রানা, বালিয়াকান্দি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মোঃ সোহেল মিয়া, বালিয়াকান্দি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্রের প্রতিনিধি মোঃজাকির হোসেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, কালবেলা উপজেলা প্রতিনিধি রিয়াদ হোসেন (রুবেল) বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি সোহেল খান, দৈনিক আমার দেশ প্রতিনিধি পারভেজ মিয়া, তালাশ বিডি রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন (পাটোয়ারী) দৈনিক ইত্তেফাকের উপজেরা প্রতিনিধি তনু শিকদার সবুজ, দৈনিক ঘোষণার প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি ওয়াজেদ আলী, দেশ রূপান্তরের প্রতিনিধি মেহেদী হাসান মাসুদ, জাহিদুর রহিম, দৈনিক বায়ান্ন পত্রিকা ও প্রভাত টাইমস প্রতিনিধি আমিরুল ইসলাম, জনতার আদালত পত্রিকার প্রতিনিধি ইমদাদুল হক রানা, বালিয়াকান্দি থানার কর্মরত অফিসার এসআই অমল কুমার বিশ্বাস,সহ রাজবাড়ী জেলায় কর্মরত সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক জনবাণী দীর্ঘ ৩৫ বছর ধরে পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। দৈনিক জনবাণী পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে যাচ্ছে। গণতন্ত্র, মানবাধিকার এবং জনস্বার্থে সাহসী ভূমিকা পালনের জন্য পত্রিকাটির অবদান প্রশংসনীয়। ভবিষ্যতেও দেশ ও মানুষের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে এমন প্রত্যাশা করেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho