প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৯:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৪:০২ পি.এম
ইবিতে “উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অ্যাক্রেডিটেশন বিষয়ে প্রেরণামূলক কর্মশালা” অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং এক্রিডিটেশন প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রেরণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স সেল-এর (আইকিউএসি) উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসুরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এসময় বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের সদস্য ড. এস. এম. কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং মূল প্রবন্ধ (কী-নোট) উপস্থাপন করেন।
কর্মশালায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া ফ্যাকাল্টি ও শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি, আধুনিক সিলেবাস প্রণয়ন এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোকপাত করা হয়। বিশ্ববিদ্যালয়ের কিছু কাঠামোগত দুর্বলতা কাটিয়ে উঠতে নিয়মিত পর্যালোচনা ও রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তার কথা জানান কাউন্সিল সদস্যরা। সভায় অংশগ্রহণকারীরা একমত হন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ইসলামী বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব।
উল্লেখ্য, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাজিমুদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদীয় ডিন, হল প্রভোস্ট এবং বিভাগীয় প্রধানগণসহ প্রায় দেড় শতাধিক শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho