প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১০:২২ এ.এম
আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আলী আলম

সিরাজগঞ্জ প্রতিনিধি
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আলী আলম নির্বাচনী সমাবেশে বক্তব্য প্রদান করেছেন।
সোমবার বিকেলে বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আলহাজ্ব মজিরুল হক হাই স্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে তিনি নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি, বিশেষ করে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা ও উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরেন। তিনি আগামী দিনের বাংলাদেশকে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যের কথা উল্লেখ করেন।
সমাবেশে বক্তারা দেশের বিগত বিভিন্ন শাসনামলের অভিজ্ঞতা তুলে ধরে রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর রাজনীতিকে নৈতিকতা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমুখী হিসেবে উপস্থাপন করা হয়। স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নের বিষয়েও বক্তব্যে উল্লেখ করা হয়।
বড়ধুল ইউনিয়ন জামায়াতের সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুস ছামাদ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা আবু হাসেম সরকার, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজারুল ইসলাম, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ শামীম এবং জেলা জাতীয় যুব শক্তির সদস্যসচিব মুসা হাসেমী।
সমাবেশে জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। আলোচনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho