
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপি আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ মতলব উত্তর- মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ¦ ড. মোঃ জালাল উদ্দিন ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এ বিশাল গণমিছিলে নেতৃত্ব দেন, চাঁদপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন।
আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৫ টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ গেইট থেকে শুরু হওয়া গণমিছিলটি ছেংগারচর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা রোড হয়ে বাজারের চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। শেষে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ মতলব উত্তর- মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ¦ ড. মোঃ জালাল উদ্দিন ধানের শীষের পক্ষে ব্যাপক দিন-রাত নির্বাচনী প্রচার-প্রচারণা, গণসংযোগ ও পথসভা চালিয়ে চাঁদপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন।
ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন বলেন, আমরা দল মত নির্বশেষে উন্নয়নের সার্থে সকলের সহযোগীতা চাই। আমরা এই দেশের উন্নয়নে ধানের শীর্ষ মার্কা প্রার্থীকে বিজয়ী করতে চাই। চাঁদপুরের মতলবের উন্নয়ন চাইলে ধানের শীর্ষ মার্কা প্রার্থীর বিকল্প নেই। আপনাদের প্রিয় আলহাজ¦ ড.জালাল উদ্দিন সাহেব দীর্ঘ দিন এই মতলবের সাধারণ মানুষের পাশে থেকেছেন। নেতাকর্মীদের দুৃর্দিনে পাশে থেকেছেন। আমি জানি আপনারা তাকে অনেক অনেক বেশি ভালো বাসেন। কাইে তাই আগামী ১২ ফেব্রুয়ারি শহীদ প্রেসিসডেন্ট জিয়াউর রহমান এর উন্নয়ন কর্মকান্ড এবং তারেক জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। তিনি আরও বলেন, মতলব উন্নয়ন করতে চাইলে ধানের শীষ মার্কা প্রার্থীকেই ভোট দিতে হবে।
তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ দলের সকল সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি আরও বলেন, আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তি করি এবং তার দেওয়া প্রতিশ্রুতি তিনি যেন রক্ষা করতে পারেন সেই জন্য তাকে সহায়তা করি।
তিনি এসয় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নমূলক কর্মকান্ডের ধারাবাহিকতার কথা তুলে ধরেন।
গণসংযোগে ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় এ সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছেংগারচর পৌর যুবদলের আহবায়ক মোঃ উজ্জল ফরাজী, ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ারুল আবেদিন খোকন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ বোরহান ফরাজী, পৌর বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা মোঃ সোয়েব সরকার, পৌর বিএনপির সদস্য আব্দুল হক সিকদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদ জাামান টিপু,যুগ্ম-আহবায়ক আঃ মান্নান সাগর, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশেক মাহমুদ সংগ্রাম, পৌর মহিলা দলের সভাপতি লাইলী আক্তার, ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, ছাত্রনেতা আবু নাসের শ্যামল,উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজী, আঃ হালিম মাষ্টার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী ষ্টার, ছেংগারচর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার,মতলব উত্তর উপজেলা জিয়া পরিষদের প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান দর্জি, পৌর যুবদল নেতা মোঃ টিপু ফরাজী, কাতার বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু খান, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ শাকিল খান, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, পৌর কৃষক দলের সভাপতি মোঃ জাকির দর্জি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার কামাল, যুগ্ম-আহবায়ক মোঃ রাজন সিকদার, পৌর বিএনপি নেতা আবুল কালাম সরকার, পৌর জাসাসের সাধারণ সম্পাদক বাদল সিকদার, উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ সরকার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রাজিব মিয়া, মোঃ সালাউদ্দিন মোল্লা, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নূর নবী মোল্লা, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোহন বেপারী, পৌর বিএনপি নেতা ফারুক ফরাজী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক ইবনাল মঈন আহমেদ শিপন, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন,পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ নুর নবী পাহাড়, পৌরসভার ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাবিব প্রধান,
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho