কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা কারাগার থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ জন বিচারাধীন বন্দী কারাগার থেকেই তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। দণ্ডপ্রাপ্ত না হওয়া এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকায় আইন অনুযায়ী তারা ভোটার হিসেবে বিবেচিত হচ্ছেন।
কুড়িগ্রাম জেলা কারাগার সূত্রে জানা যায়, বর্তমানে কারাগারে থাকা বন্দীদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১২ জনের ভোটার তথ্য সঠিক পাওয়া গেছে। তারা নিজ নিজ ভোটার এলাকায় নিবন্ধিত এবং আইনি কোনো বাধা না থাকায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এজি মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বন্দীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটগ্রহণের দিন কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এসব বন্দীকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। প্রয়োজনে পোস্টাল ব্যালট বা নির্বাচন কমিশন নির্ধারিত পদ্ধতিতে ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।
কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, যেসব বন্দী দণ্ডপ্রাপ্ত নন এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন, তাদের ভোটাধিকার আইনগতভাবে সংরক্ষিত। সেই অনুযায়ী কারাগারে থাকা এসব ভোটারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
কারা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বলেন, বন্দীরাও দেশের নাগরিক। আইন যাদের ভোটাধিকার দিয়েছে, তা বাস্তবায়নে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।
এদিকে মানবাধিকারকর্মীরা বলছেন, বন্দীদের ভোটাধিকার নিশ্চিত হওয়া গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক বার্তা। এতে প্রমাণ হয়, রাষ্ট্র সবার সাংবিধানিক অধিকার রক্ষায় সচেতন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনেই চলছে ব্যাপক নির্বাচনী প্রস্তুতি। এর অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠী, চরাঞ্চলবাসী ও বিশেষ শ্রেণির ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।