প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৯:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৯:৫০ পি.এম

শাহাবুদ্দীন শিহাব, কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামী ৩০ জানুয়ারি থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষার জন্য নয়টি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব নির্দেশনা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ও প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হাকিম।
সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীদের দেওয়া নির্দেশনাসমূহ হলো
১. পরীক্ষার্থীরা কোন অবস্থাতেই বই, কাগজপত্র, ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ক্যামেরা, ট্যাব, এটিএম কার্ড, ব্লুটুথ ডিভাইস, স্মার্ট ওয়াচ ও অন্য যে-কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
২. ওএমআর শিট পাওয়ার পর পরীক্ষার্থীকে নির্ধারিত স্থানে প্রবেশপত্র অনুযায়ী পরীক্ষার্থীর নাম, মাতার নাম ও পিতার নাম সুস্পষ্টভাবে ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে এবং নির্ধারিত স্থানে সাক্ষর করতে হবে। প্রবেশপত্র, ওএমআর ও উপস্থিতি সিটের সাক্ষর অবশ্যই এক হতে হবে। প্রবেশপত্র অনুযায়ী রোল নম্বর নির্দিষ্ট জায়গায় লিখে সংশ্লিষ্ট বৃত্ত যথাযথভাবে ভরাট করতে হবে।
৩. প্রশ্নপত্র পাওয়ার পর সব পৃষ্ঠায় স্পষ্টভাবে মুদ্রিত আছে কি না নিশ্চিত হতে হবে। মুদ্রণ স্পষ্ট না থাকলে প্রশ্নপত্র পরিবর্তনের জন্য পরিদর্শককে অবহিত করতে হবে।
৪. প্রশ্নপত্রের সেট কোড পরীক্ষার্থীকে ওএমআর শিটে সংখ্যায় লিখে সংশ্লিষ্ট বৃত্ত ভরাট করতে হবে।
৫. ওএমআর শিটের নির্ধারিত স্থানে তিনটি ঐচ্ছিক বিষয় এর নির্বাচিত দুটি ঐচ্ছিক বিষয়ের নামের বাম পাশের বৃত্ত ভরাট করতে হবে।
৬. রোল নম্বর ও সেট কোড এ কোন প্রকার ঘষামাজা অথবা কাটাকাটি করলে উত্তরপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৭. পরীক্ষা চলাকালীন কোন পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবে না। পরীক্ষা শেষে পরীক্ষার্থীর কাছ থেকে ওএমআর শিট সংগ্রহ করার পর নির্দেশ না দেয়া পর্যন্ত পরীক্ষার্থীরা কক্ষে অবস্থান করবে।
৮. প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
৯. পরিদর্শক উত্তরপত্র ও প্রবেশপত্রের ছবির উপর সাক্ষর করছেন কিনা পরীক্ষার্থীর ওএমআর শিট জমা দেয়ার পূর্বে নিশ্চিত হতে হবে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সুলাইমান বলেন, 'আসন্ন ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। আপনারা জানেন যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বারের মতো কুমিল্লার বাহিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র দেওয়া হয়েছে এবং সেই কেন্দ্রে মোট ৩১,৯৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে অনিয়ম-দুর্নীতি এড়িয়ে চলার। তারপরও আমরা আশা করবো কোনো অসামঞ্জস্যতা দেখা দিলে সাংবাদিকরা দ্রুত প্রশাসনকে জানাবেন, যেন প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।'
প্রক্টর অধ্যাপক আব্দুল হাকিম বলেন, 'এবারের ভর্তি পরীক্ষায় অভিভাবকরা গেটের সামনে অবস্থান করতে পারবে না। নির্বাচনের কারণে সরকারের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে অভিভাবক খেলার মাঠ, শহিদ মিনারের আশেপাশে অবস্থান নিতে পারবে। পরীক্ষার্থীরা ব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে, তবে এক্ষেত্রে হলের বারান্দায় ব্যাগ রাখতে হবে। ১১টা থেকে পরীক্ষা শুরু এরপর কোনো শিক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি।'
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি সকাল ১১ টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ৩১ জানুয়ারি সকাল ১১ টায় ‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ), এবং একইদিনে বিকেল তিনটায় ‘সি’ ইউনিট (ব্যবসা শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho