প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৯:৫৬ পি.এম
রাজবাড়ীতে ফসলি জমির মাটি ভাটায় বিক্রি: ১৩ জনের জেল, দুই লক্ষ টাকা জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অপরাধে ১৩ জনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইজন কে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকালে উপজেলার যশাই ইউনিয়নের সোমসপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাদ আহম্মেদ।এ সময় থানা পুলিশ ও সেনাবাহিনী ভ্রাম্যমান আদালত পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- মো: আজাদ খা,মো: বাদশা মন্ডল,মো: আরিফুল ইসলাম, মো: মনা শেখ, মো: আমিন শেখ,মো: মলিন শেখ, মো: শান্ত শেখ, মো: শুকুর, মো: রোকনুজ, মো: রাসেল খান, মো: সজীব প্রামাণিক, মো: সোহাগ মন্ডল, মো: আল-আমীন। এরা সবাই মাটিবাহী গাড়ির চালক।
অন্যদিকে অর্থদণ্ড প্রাপ্তরা হলেন - মো: রাকিব হোসেন, মো: আসলাম প্রামাণিক। এদের মধ্যে একজন জমির মালিক ও অন্যজন ইটের ভাটার সাথে জড়িত।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাদ আহম্মেদ বলেন, মঙ্গলবার বিকালে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে উপজেলার যশাই ইউনিয়নের সোমসপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় কৃষি জমির টপসয়েল কেটে ইটের ভাটায় বিক্রির দায়ে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” এর ১৫ ধারা অনুযায়ী চিহিৃত দুই মাটি ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা ও ১৩ জন গাড়ি চালকের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho